Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃত্রিম প্রজনন কেন্দ্র

কৃত্রিম প্রজনন কি এবং কেন করাবেন?

সাধারণত ষাঁড়ের বীজ সংগ্রহ করে নির্দিষ্ট কয়েকটি পদ্ধতির মাধ্যমে ডাকে বা হিটে আসা গাভীর প্রজনন অঙ্গে স্থাপন করাকে কৃত্রিম প্রজনন বলে। একটি ষাঁড়ের বীজ থেকে প্রতি বছর ৬০ থেকে ৮০টি গাভীর প্রজনন করানো সম্ভব। কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে ৫,০০০ থেকে ১০,০০০ গাভী প্রজনন করানো যায়। স্বাভাবিকভাবে একটি ষাঁড়ের সর্বমোট ৭০০ থেকে ৯০০টি বাছুর প্রসবে ভূমিকা রাখতে পারে। কৃত্রিম প্রজননের মাধ্যমে অনেকাংশে গাভীর সংক্রামক ব্যাধি রোধ করা যায় এবং গাভী ষাঁড়ের দ্বারা আঘাত প্রাপ্ত হয় না।

বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের পাশাপাশি গত পনের বছর যাবত দেশের সুনামধন্য উন্নয়ন মূলক প্রতিষ্ঠান ব্র্যাক অভিজ্ঞ এ.আই টেকনিশিয়ান দ্বারা দেশের প্রতিটি ইউনিয়নে এই সেবা প্রদান করে আসছে।

কালীগঞ্জ উপজেলায় ব্রাক কৃত্রিম প্রজনন কেন্দ্র এই সেবা দিয়ে আসছে গত দশ বছর যাবৎ।

সেবা পেতে আগ্রহীগণ আজি যোগাযোগ করুন নিচের নম্বরে।

মোবাঃ 01727694834
01617694834