Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৃত্যু নিবন্ধন রেজিষ্টার

জন্ম নিবন্ধন দিবস ২০১৬: এবারের প্রতিপাদ্য "শিশুর জন্মের পর প্রয়োজন, ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন।"

 

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন/Office of the Registrar General, Birth & Death Registration

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে সবাইকে স্বাগতম

   জন্ম সনদ একটি শিশুর অধিকার রক্ষাকবচ। জাতিসংঘের শিশু অধিকার সনদের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, “শিশুর জন্মগ্রহণের পর জন্ম-নিবন্ধীকরণ করতে হবে । জাতীয়তা অর্জন, নামকরণ এবং পিতামাতার পরিচয় জানবার এবং তাদের হাতে পালিত হবার অধিকার আছে ।” ১৮৭৩ সালের ২রা জুলাই তদানীন্তন বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারী করে। কালের পরিক্রমায় ১১৮ বৎসরে ভৌগোলিক, রাজনৈতিক ও সেই সঙ্গে আইনের নানান পরিবর্তন সত্ত্বেও দেশের তাবৎ মানুষ জন্ম নিবন্ধনের আওতায় না আসায় ২০০১-২০০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশ এর সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের ২৮টি জেলায় ও ৪টি সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধনের কাজ নতুনভাবে আরম্ভ হয়। এরই ধারাবাহিকতায় ১৮৭৩ সালের আইন রদ ও রহিত করে সরকার ২০০৪ সনের ৭ ডিসেম্বর ২৯ নং আইন অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ প্রবর্তন করে। আইনটি ২০০৬ সালের ৩ জুলাই হতে কার্যকর হয়। ২০০১-২০০৬ সালের পাইলট প্রকল্পের শেষে প্রকল্পটি জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প (২য় পর্যায়) নামে ২০০৭ সালে আরম্ভ হয়ে জুন ২০১২ সালে শেষ হয়। বর্তমানে প্রকল্পটির ৩য় পর্যায়ের কার্যক্রম জুলাই ২০১২ থেকে শুরু হয়ে ২০১৬ সালের জুন মাসে শেষ হয় । প্রকল্পটির আর্থিক সহায়তাকারী সংস্থা ইউনিসেফ-বাংলাদেশ। প্রকল্পটির বিপরীতে মোট বরাদ্দ ১৫৫৭.০০ লক্ষ টাকা; তন্মধ্যে বাংলাদেশ সরকারের অংশ ১২০৭.০০ লক্ষ টাকা (জন্ম নিবন্ধক কার্যালয়সমূহের আদায়কৃত জন্ম নিবন্ধন ফিস হতে ১০৫০ লক্ষ টাকা ম্যানুয়াল বই হতে অনলাইনে এন্ট্রির ব্যয় নির্বাহসহ) ও প্রকল্প সাহায্য ৩৫০.০০ লক্ষ টাকা। সারাদেশে ১৫কোটির অধিক লোকের জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। বর্তমানে সারাদেশে ১১ টি সিটি কর্পোরেশনের ১২৪টি আঞ্চলিক অফিস , ৩২০ টি পৌরসভা, ৪৫৭১ টি ইউনিয়ন পরিষদ, ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ড মিলিয়ে ৫০৩০ টি অফিস ও ৫৫টি দূতাবাসসহ মোট ৫০৮৫টি নিবন্ধক অফিসে বর্তমানে সরাসরি ও নিয়মিত যোগাযোগ সমন্বয় করে অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম চলছে। Real Time BR Data লিঙ্ক-এ যেয়ে দেশের তাৎক্ষণিক অনলাইন জন্ম নিবন্ধনের সংখ্যা দেখা যাবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম অব্যাহত, গতিশীল এবং দেশের নাগরিকদের জন্ম ও মৃত্যুর একটি স্থায়ী ডাটাবেজ সংরক্ষণ রাখার স্বার্থে সরকার ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের সংশোধন করে রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধক অফিস স্থাপন করা হয়েছে।

*** জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিসের হার (১-৭-২০১৩ হতে কার্যকর)
খবর ও ঘটনা

বিষয়

ফিসের হার

Recent Notice
ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এলাকায়সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায়

৪র্থ শ্রেণী জনবল নিয়োগের সংশোধিত সিডিউল (New)

জন্ম তারিখ সংশোধনের সংশোধিত আবেদন ফর্ম (সংশোধিত) (New)

২০১৫-১৬(০১/০৭/২০১৫ হতে ৩০/০৬/২০১৬) অর্থ বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে ব্যয়ের হিসাব প্রেরণ সংক্রান্ত পত্র (New)

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফি হতে আদায়কৃত অর্থ খরচ না করা সংক্রান্ত পত্র (New)

নিরাপদ অভিভাসনের জন্য জন্ম নিবন্ধন বৃদ্ধি এবং স্টকহোল্ডারদের সাথে সমন্বয় প্রসঙ্গে (New)

জন্ম বা মৃত্যুর তারিখ হতে দুই বৎসরের মধ্যে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে
 
শূন্য
 
শূন্য
জন্ম বা মৃত্যুর তারিখ হতে দুই বৎসর পর জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বৎসরের জন্য
 
৫.০০ টাকা হারে
 
১০.০০ টাকা হারে
জন্ম বা মৃত্যু সনদের মূল বাংলা বা ইংরেজী কপি সরবরাহ
 
শূন্য
 
শূন্য
জন্ম বা মৃত্যু সনদের বাংলা বা ইংরেজী দ্বি-নকল কপি সরবরাহ
 
২৫.০০ টাকা
 
২৫.০০ টাকা
সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রদত্ত নিবন্ধন সনদে কোন ভুল বা গরমিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ এবং ক্ষেত্রমত,নিবন্ধনবহি সংশোধন
 
১০.০০ টাকা
 
১০.০০ টাকা

**দূতাবাসসমূহে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে ৫.০০ মার্কিন ডলার, তথ্য সংশোধনের জন্য ২০.০০ মার্কিন ডলার ও জন্ম বা মৃত্যু সনদের দ্বি-নকল কপির জন্য ১০.০০ মার্কিন ডলার ফিস আদায়ের বিধান আছে।
**রসিদ ছাড়া নির্ধারিত কোন ফিস আদায় করা যাবে না।

সূত্র: ইউনিয়ন পরিষদের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬১-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।

পৌরসভার জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (পৌরসভা) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬২-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।

সিটি কর্পোরেশনের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (সিটি কর্পোরেশন) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬৩-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।

ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ক্যান্টনমেন্ট বোর্ড) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬৪-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯

দূতাবাসের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (দূতাবাস) বিধিমালা, ২০০৬

সহযোগিতায় :

                                                                  Facebook

  URLS counter
Total Number of Web Visitor

 

Picture Gallery