Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাওড়
বিস্তারিত

কালের সাক্ষি হয়ে আজও বহমান বাংলাদেশের ২য় বৃহত্তম বাওড় মর্জাত বাওড় । প্রায় সাত মাইল লম্বা ও আধা মাইল চওড়া এ বাওড় থেকে প্রচুর মাছ উত্তোলন করা হয় সরকারী ভাবে বছরে দুই বার । শীত কালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন এক অপরুপ দৃশ্যের সৃষ্টি করে যা ঐ সময় পর্যটকদের আকর্ষনের কেন্দ্র বিন্দু হয় । তাছাড়া বাওড়কে ঘিরে গড়ে উঠেছে জেলে পরিবার । যাদের ভরনপোষন হয় ঐ বাওড় হতে আয়ের মাধ্যমে । এ বাওড়ে বিভিন্ন প্রজাতির মাছ যেমন, রুই, কাতলা, মৃগেল, সিলভার কা্র্প, কমন কার্প,গ্লাস কার্প, মিনার কার্প, ব্রিগেট কার্প ইত্যাদি মাছ সরকারী ভাবে চাষ করা হয় এবং বা্ওড়ে সব ধরনের রানি মাছ পাওয়া যায় ।