আলোচ্য সূচি: ০১
১ নং আলোচ্য সূচি মোতাবক সভাপতি সাহেব বিগত সভার কার্যা বিবরনী পাঠ করে উপস্থিত সকলকে শোনান। তারপর উহা সর্বসম্মোতি ক্রমে সভায় অনুমোদিত হয়।
আলোচ্য সূচি: ০২
সভাপতি সাহেব জানান যে, ২০১৩-২০১৪ অর্থ বছরে ২য় পর্যায়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কর্মসূচির আওতায় ২,১৫,৪০৭ টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে । উক্ত বরাদ্দের অনুকূলে প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করিতে হইবে ।
অনেকক্ষন ধরিয়া আলাপ আলোচনার পর সকলের সর্বোসম্মতিক্রমে নিম্নে প্রকল্পের নাম ও প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রস্তুত করিবার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহিত হইল ।
প্রকল্প নং : মোল্যাডাঙ্গা গ্রামের পশ্চিম মাঠের নিমতলা হইতে আব্দুল মুজিদের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা সংস্কার । বরাদ্দ- ২,১৫,৪০৭/= টাকা
ক্রমিক নং | নাম | পদবী | কমিটিতে পদবী |
১ | মো: আলী মোর্তজা রেজা | চেয়ারম্যান | সভাপতি |
২ | শান্তী রানী খাঁ | ইউ,পি সদস্য | সেক্রেটারী |
৩ | মো: জাকির হোসেন | ইউ,পি সদস্য | সদস্য |
৪ | শিলু | গন্যমান্য | সদস্য |
৫ | সোহেল রানা | গন্যমান্য | সদস্য |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS