কাষ্টভাঙ্গা ইউনিয়নের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, যে নদীর নাম বুড়ী ভৈরব । এই নদীটি এখন মরা নদী । বর্ষা মৌসুমে নদীটি কিছুটা প্রাণ পায় । লোকমুখে শোনা যায় নদীটি একসময় পূর্ণ যৌবন রুপে বিরাজমান ছিল যেখানে জাহাজ চলাচল করত । এজন্য এ ইউনিয়নে একটি জায়গার নাম জাহাজঘাটা ।
কাষ্টভাঙ্গা ইউনিয়নে একটি ঐতিহাসিক বাওড় আছে যে বাওড়টি বাংলাদেশের ২য় বৃহত্তম বাওড় । কয়েকটি বিলের পানি বের হওয়ার জন্য কিছু খাল আছে যে খালগুলো বাওড়ের সাথে সংযুক্ত ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS