Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
অপরুপ দৃশ্যে সজ্জিত মর্জাত বাওড় যার আকর্ষনে ছুটে আসে অসংখ্য পর্যটক
Details

কালের সাক্ষি হয়ে আজও বাওড়টি তার স্বমহিমায় হাজারো স্মৃতি বহন করে বহমান । বওড়ের দুই পাশ দিয়ে জেলে সম্প্রদায়ের লোকজন বাস করে । তাদের জীবন জীবিকা এই বাওড়ের উপর নির্ভরশীল । তাদের পেশা মাছ ধরা ও তা বিক্রি করা । বাওড়ে প্রচুর বিভিন্ন শ্রেণীর মাছ পাওয়া যায় । বর্ষা মওসুমে বাওড়টি যখন কানায় কানায় পানিতে যখন পূর্ণ হয় তখন এক অপরুপ দৃশ্যের আবির্ভাব ঘটে । এ দৃশ্য উপলব্ধি করতে অনেক লোকের সমাগম ঘটে ।  বাওড়ের আশেপাশের হিন্দু সম্পদায়ের যে বড় পুজা ( দুর্গা পুজা ) হয় তা আড়ঙের মাধ্যমে বিসর্জন দেয় এবং ঐদিন বাওড়ের পাশ দিয়ে একটা মেলা অনুষ্ঠিত হয় এবং তা পর্যবেক্ষনে হাজার হাজার মানুষের সমাগম ঘটে । বাওড়টি সরকার নিয়ন্ত্রন করে । বাওড়ের এপাশ থেকে ওপাশ যাওয়ার একমাত্র মাধ্যম নৌকা । বিভিন্ন পর্যটক আসে নৌকায় বসে সুয়াস্ত দেখার জন্য ।