Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
৩৫ গম্বুজ জামে মসজিদ, সাতগাছিয়া
Location
সাতগাছিয়া গ্রামের পার্শ্বে অবস্থিত ও ধোপাদী বাজারে বলু দেওয়ানের মাজার অবস্থিত ।
Transportation
বার আওলিয়া খ্যাত বাববাজার মেইন বাসষ্টান্ড হইতে পশ্চিমে সোজা হাকিমপুর পাকা রোড ধরে ৫ কি:মি: আসতে হবে তারপর একটি কাঁচা রাস্তা ধরে ৫০০ গজ দুরে আবস্থিত মসজিদটি । হাকিমপুর বাজার হইতে পূর্বে ১১ কিং মি: আসলেও মসজিদ পাওয়া যাবে । মসজিদ হতে ৫ কি: মি: সোজা পাকা রাস্তা দিয়ে গেলে পাওয়া যাবে বলু দেওয়ানের মাজার । প্রতিবছর বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গল বার থেকে ১৫ দিন ব্যাপি মেলা হয় ।
Details

মজজিদটি পুরাকৃতির একটি উজ্জল দৃষ্টান্ত প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে মসজিদটি দেখতে পুরাকৃতির নিদর্শন হওয়ায় এটি পর্যটকদের মন কাড়ে মসজিদ টি একসময় মাটির নীচে চাপা পড়ে ছিল , বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর গবেষণা করে মাটি খুড়ে এটি বের করে মসজিদের পাশেই আছে একটি বড় পুকুর পর্যটক সহ বিভিন্ন মানুষের ধারনা পুকুরে ওযু করে মুসল্লিরা নামাজ আদায় করত মসজিদ টি এখন সংস্কারাধীন আবস্থায় আছে